মুফতি সাইফুল ইসলাম
প্রতীকী ছবি
মানুষের অন্তরই তার নৈতিকতার আসল আয়না। বাহ্যিক আচরণ অনেক সময় সাজানো হতে পারে, কিন্তু অন্তরের ধারণা, সন্দেহ ও মনোভাবই মানুষের চরিত্রকে নির্মাণ কিংবা ধ্বংস করে দেয়। একটি খারাপ ধারণা কখনো কখনো এমন এক আগুন জ্বালিয়ে দেয়, যা সম্পর্ক ভেঙে দেয়, ভ্রাতৃত্ব নষ্ট করে এবং সমাজকে অবিশ্বাসের বিষে আচ্ছন্ন করে ফেলে। তাই ইসলাম মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি অন্তরের জগৎকেও পরিশুদ্ধ করতে চায়।
এই অন্তর-পরিশুদ্ধির পথনির্দেশ করতেই রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে যে যুগান্তকারী নীতিমালা দিয়েছেন, তার এক অনন্য দৃষ্টান্ত হলো নিম্নোক্ত হাদিসটি—
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلاَ تَحَسَّسُوا وَلاَ تَجَسَّسُوا وَلاَ تَنَافَسُوا وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا ” .
আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা, খারাপ ধারণা প্রসূত বিষয় সর্বাপেক্ষা মিথ্যা। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, সুপ্তদোষ অনুসন্ধান করো না, তোমরা পরস্পর লিপ্সা করো না, পরস্পর পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না; একে অন্যের পিছনে লেগে থেকে না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৬৩)
হাদিসের আবেদন
আজ এমন এক সময়ে আমরা বসবাস করছি, যেখানে সন্দেহকে বুদ্ধিমত্তা আর দোষ খোঁজাকে সচেতনতা বলে উপস্থাপন করা হচ্ছে।
অথচ নববী আদর্শ আমাদের শেখায়; অন্যের অন্তর বিচার করা নয়, নিজের অন্তর সংশোধন করাই মুমিনের কাজ। আসুন, আমরা পরস্পরের প্রতি খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাকি, গোপন দোষ খুঁজে বেড়ানো বন্ধ করি এবং হিংসা ও শত্রুতার আগুনে সম্পর্ক জ্বালিয়ে না দিই।
আসুন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে এই হাদিসকে নীতিমালায় পরিণত করি; যাতে আমাদের সমাজ সন্দেহে নয়, আস্থায় গড়ে ওঠে; বিদ্বেষে নয়, ভ্রাতৃত্বে দৃঢ় হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার বান্দা হিসেবে সত্যিকার অর্থেই ভাই ভাই হয়ে থাকার তাওফিক দান করেন।