জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুম এলেই চোখে পড়ে সরিষা ক্ষেতের মনোমুগ্ধকর হলুদ আভা। বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাওয়া সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে গ্রামবাংলার প্রান্তর। ভোরের হালকা কুয়াশা আর নরম রোদের মিতালি ছোঁয়ায় সরিষার ফুলের ম-ম করা সুবাসে মুখরিত হয়ে উঠছে চারপাশ।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই স্থানীয় মানুষসহ পথচারীদের ভিড় জমছে সরিষা ক্ষেতের আশপাশে। অনেকেই স্মৃতির খাতায় ধরে রাখতে সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। শীতের সকালে হলুদ ফুলে ভরা এই দৃশ্য ফুলবাড়ীর গ্রামাঞ্চলকে দিয়েছে এক অনন্য ও প্রাণবন্ত রূপ।
স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা গাছের বৃদ্ধি অত্যন্ত ভালো হয়েছে। পোকার আক্রমণ তুলনামূলক কম থাকায় এবার ভালো ফলনের ব্যাপারে আশাবাদী তারা। কৃষকদের মতে, কম খরচে ও স্বল্প সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি একটি লাভজনক ফসল। এ কারণেই ধান কাটার পর অনেক কৃষক জমিতে সরিষা চাষে ঝুঁকেছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা চাষ মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও সরিষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। চলতি মৌসুমে প্রত্যাশিত ফলন পাওয়া গেলে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
হলুদ ফুলে ভরা এই সরিষা ক্ষেত শুধু কৃষকদের অর্থনৈতিক সম্ভাবনাই বাড়াচ্ছে না, বরং শীতের কুড়িগ্রামকে উপহার দিচ্ছে এক নান্দনিক ও মনোমুগ্ধকর সৌন্দর্য। প্রকৃতির মাধুর্য আর কৃষকের নিরলস পরিশ্রম মিলিয়ে গ্রামবাংলা যেন রূপ নিয়েছে হলুদ রঙের এক জীবন্ত ক্যানভাসে।