হাবিবুর রহমান সুজন।
বাংলা বিনোদন জগতে হাস্যরসের নতুন মাত্রা যোগ করেছে জনপ্রিয় কনটেন্ট ‘হাসির রং ৪২০’। পরিচালক ও প্রযোজনা দায়িত্বে রয়েছেন মোঃ ওমর ফারুক ওম ও মিলন সরকার। সময়োপযোগী গল্প, প্রাণবন্ত সংলাপ আর সাবলীল উপস্থাপনায় ইতোমধ্যে সারাদেশের দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই বিনোদনধর্মী আয়োজন।
ফানি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কাড়ছেন বাসেদ মিয়া, আমির হোসেনসহ আরও অনেকে। প্রত্যেকের অভিনয়ে রয়েছে ভিন্নতা, নিজস্বতা ও মানসম্মত হাসির উপাদান। সংলাপের বাচনভঙ্গি, অভিব্যক্তি আর পরিস্থিতিনির্ভর কৌতুক দর্শকদের হাসিতে ভাসাচ্ছে—যা ‘হাসির রং ৪২০’-কে করে তুলেছে আলাদা ও জনপ্রিয়।
এই প্ল্যাটফর্মের প্রতিটি কনটেন্টেই ফুটে উঠছে জীবনের ছোট ছোট বাস্তবতা, যা হাসির মোড়কে সহজেই পৌঁছে যাচ্ছে সব বয়সী দর্শকের কাছে। নির্মাতারা বলছেন, দর্শকদের ভালোবাসা ও সহযোগিতায় আরও বড় পরিসরে এগিয়ে যেতে চায় ‘হাসির রং ৪২০’।
দর্শকদের প্রতি আহ্বান—এই সৃজনশীল বিনোদন উদ্যোগকে এগিয়ে নিতে https://www.facebook.com/share/1ANUbskYno/
লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই অনুপ্রেরণা, আপনাদের সঙ্গেই আরও দূর যেতে চায় ‘হাসির রং ৪২০’।