ইসলাম ডেস্ক
ইসলামের দৃষ্টিতে জুমার গুরুত্ব অপরিসীম। এই দিনে জুমার নামাজ আদায় করা ফরজ, যা মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হাদিসে এসেছে—
“শুক্রবার হলো সকল দিনের সেরা দিন।” (সহিহ মুসলিম)
এই দিনে বেশি বেশি দরুদ শরিফ পাঠ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, দোয়া ও সদকা করার বিশেষ ফজিলত রয়েছে। বিশেষ করে আসরের পরের সময়টি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হিসেবে বর্ণিত।
আজকের এই বরকতময় দিনে মসজিদে মসজিদে খুতবা ও নামাজের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। জুমা আমাদের স্মরণ করিয়ে দেয়—
➡️ তাকওয়া
➡️ ন্যায়বিচার
➡️ মানবতা
➡️ পারস্পরিক সৌহার্দ্য
এই পবিত্র দিনে মহান আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করেন, জীবনকে হেদায়েতের আলোয় আলোকিত করেন—এই কামনাই সকলের।