বিনোদন প্রতিবেদক
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তার ফেরা ও বক্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন তারকা।
এবার তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। স্ট্যাটাসে তিনি সংক্ষেপে লেখেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই ছোট পর্দার অভিনেতা।
তারেক রহমানের প্রশংসা করে খায়রুল বাসার লেখেন, ‘বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন—এই দোয়া রইল।’
স্ট্যাটাসে ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা।
তিনি প্রত্যাশা প্রকাশ করেন, একদিন হয়তো তারেক রহমানের দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
তবে একই সঙ্গে সমালোচনার জায়গাও পরিষ্কার করে দেন তিনি। বাসার লেখেন, ‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’