জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া এবং ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শুক্রবার বিকেলের পর থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
অপরদিকে, ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম জানান, নদীতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রী ও চালকদের সতর্ক থাকার পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।