জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ভোলায় ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যতিক্রমী প্রচারণার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রস্তাবিত গণভোটের গুরুত্ব তুলে ধরতেই সারাদেশে এই ‘ভোটের গাড়ি ক্যারাভান’ যাত্রা শুরু করেছে। এই ক্যারাভান ভোলার বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে।
উদ্বোধনকালে পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন বলেন, “গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই জাতীয় সনদ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং এর বাস্তবায়নে সাধারণ মানুষের রায় অত্যন্ত জরুরি।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধনের পর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।