মো: আলাউদ্দিন স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব এজেএম সোহেল (Md. AJM Sohel) নিহত হয়েছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ঘটনাটি ঘটে মধ্যরাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে, পতেঙ্গার কাটগড় এলাকার আম্বিয়া পেট্রোল পাম্পের সামনে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
নিহত এজেএম সোহেল চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর সওদাগরের পুত্র। তিনি যুবদলের একজন সক্রিয় ও পরিচিত সংগঠক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদে জোহর বন্দরটিলা আলী শাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এজেএম সোহেলের মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।