চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর: চট্টগ্রাম-২, ফটিকছড়ি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ এর চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন ছাত্রনেতা রবিউল হাসান তানজিম।
আজ শেষ সময়ে মনোনয়ন তোলেন রবিউল, নিজেই চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শাহ আলম, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারী শরীফ মাহমুদ আরাফ, ফটিকছড়ি পৌরসভা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব বিন কাশেমসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন তোলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবিউল হাসান তানজিম বলেন, “ফটিকছড়ি নিয়ে আমার বিশেষ স্বপ্ন আছে। জেন-জিদের প্রতিনিধি হিসেবে আমি এবার ফটিকছড়ি আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচনে লড়ব। আগামীকাল ২৯ ডিসেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যেই মনোনয়ন জমা দেব।”
রবিউল হাসান তানজিমের মনোনয়ন তুলায় ফটিকছড়ি এলাকার রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।