মো:জাকির হোসেন
বিশেষ প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করার পরপরই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আব্দুল কাদের এই প্রতিক্রিয়া জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, “৫ আগস্টের রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটাই আজ পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে অভিনন্দন।”
তবে একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।”
তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক বাস্তবতার স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে আন্দোলনের আদর্শ থেকে বিচ্যুতি বলে মন্তব্য করছেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি কিংবা নাহিদ ইসলামের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।