1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মনিরা শারমিনের - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মনিরা শারমিনের

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-০৫ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)মনোনীত প্রার্থী মনিরা শারমিন
২৮ ডিসেম্বর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মনিরা শারমিন বলেন,তিনি মনোনয়ন পাওয়ার সময় জানতেন না যে এনসিপি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তাঁর ভাষায়,দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে তিনি ধারণা করেছিলেন। পরবর্তীতে দলের অবস্থান পরিবর্তন হওয়ায় তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন,তিনি এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করেন এবং দলের প্রতি তাঁর কমিটমেন্ট অটুট আছে। তবে এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে গণ- অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানান।
তিনি উল্লেখ করেন,নির্বাচনের প্রস্তুতিতে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করেছিলেন। যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বিবেচনায় অনুদান প্রদান করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। কেউ অনুদান ফেরত চাইলে,একজন হলেও তিনি সেই অর্থ বিকাশের মাধ্যমে দ্রুত ফেরত দেবেন বলেও জানান।
তিনি আরও বলেন,ক্ষমতার রাজনীতি বা আসন ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। নতুন রাজনীতির বয়ান নিয়ে তিনি জনগণের কথা বলতে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দল থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে মনিরা শারমিন লিখেছেন, এনসিপি কারো একার সম্পত্তি নয় এবং তিনি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেননি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চান না বলেও তিনি স্পষ্ট করেন।
গত ১০ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে নওগাঁ সদর-০৫ আাসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।গত শনিবার তিনি এই আসন থেকে নির্বাচনের লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।এর একদিন পরই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট