জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ডোমার উপজেলার শীতার্ত অসহায় ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়ালেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শায়লা সাঈদ তন্বী। গভীর রাতে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শীতার্ত মানুষের খোঁজখবর নেন তিনি।
রাতের আঁধার, কনকনে ঠান্ডা ও কুয়াশার মধ্যেও থেমে থাকেননি ইউএনও শায়লা সাঈদ তন্বী। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সড়কের পাশসহ বিভিন্ন স্থানে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কষ্টের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
ইউএনওর এমন মানবিক উপস্থিতিতে শীতার্ত মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়। শীতবস্ত্র পেয়ে তারা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গভীর রাতে সরকারি একজন কর্মকর্তাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
স্থানীয়দের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তারা বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজে ইতিবাচক বার্তা দেয়।
এ বিষয়ে ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের এই সময় কেউ যেন অবহেলায় কষ্ট না পায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
মানবিক এই কর্মকাণ্ডে ডোমার উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রশংসা ও সাড়া পড়েছে।