জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) ভোররাতে/দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। গাড়িটি কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল, মেলার ডেকোরেশন সামগ্রী ও কর্মীদের নিয়ে। প্রধান কারণ হিসেবে ঘন কুয়াশা এবং সম্ভবত চাকা বিস্ফোরণ বা নিয়ন্ত্রণ হারানোকে উল্লেখ করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। গাড়িটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে।
সম্প্রতি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কতা ও চালকদের সচেতনতার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ভোররাতের কুয়াশাকে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।