জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম মেহেদী হাসানের নিকট এ্যানি নিজেই তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জজকোর্টের (পি.পি) আহমদ ফেরদৌস মানিক, সদর উপজেলা (পূর্ব) আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরানসহ প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে এ্যানি বলেন, গণতন্ত্র প্রক্রিয়া গণতন্ত্র পরিবেশ ও গণতন্ত্র ভিদ শক্তিশালী হবে। এটাই আমাদের চাওয়া-পাওয়া প্রধান গতি। স্বতঃস্ফূর্ত পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছি। ধানের শীষের পক্ষে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে সামনে আমাদের একটা লক্ষ্য আছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ্যানি চৌধুরী।
লক্ষ্মীপুর প্রসঙ্গে এ্যানি বলেন,পরিকল্পিত লক্ষ্মীপুর, সুন্দর লক্ষ্মীপুর, সচেতন লক্ষ্মীপুর ও স্বনির্ভর লক্ষ্মীপুর বাস্তবায়ন হিসেবে গড়ে তুলতে চাই আমরা। আমাদের লক্ষ্মীপুর কৃষিভিত্তিক ও অর্থনৈতিক অঞ্চল সুপরিচিত রয়েছে।