জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
শিক্ষা যেখানে কেবল ফলাফলের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং মানুষ গড়ার এক নিরবচ্ছিন্ন সাধনা—সেই দর্শনকে সামনে রেখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।
প্রভাতি, দিবা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলে মিলনায়তনে নেমে আসে এক শান্ত, গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। এরপর বক্তব্যে মাননীয় প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“পুরস্কার সাফল্যের স্বীকৃতি বটে, তবে প্রকৃত অর্জন হলো এই সাফল্যকে ধারাবাহিকভাবে ধরে রাখা এবং মানবিক মানুষ হয়ে ওঠা।”
তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষাগত ঐতিহ্য, শৃঙ্খলা ও সাফল্যের পথচলার কথা তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে দৃঢ় প্রত্যয়ের আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শতভাগ উপস্থিতি অর্জনকারী ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। সনদ ও মেডেল গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ, আত্মবিশ্বাস ও স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়।
শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সন্তানের অর্জনে অভিভাবকদের মুখে ছিল প্রশান্তির হাসি, চোখে গর্বের দীপ্তি।
এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব সামসুল হক খানের সুযোগ্য পুত্র জনাব সাইফুল্লাহ হক, দিবা ও প্রভাতি শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, ইংলিশ ভার্সন ইনচার্জ এবং মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের বিশেষ প্রতিনিধি।
সবশেষে বলা যায়, এই অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে উঠেছিল মেধা অন্বেষণ, শৃঙ্খলার চর্চা ও আগামীর স্বপ্ন নির্মাণের এক অনন্য অনুপ্রেরণার।