জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
বগুড়া-৬ সদর আসনে বিএনপির শক্ত ঘাঁটি পুনরুদ্ধারের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।
তারেক রহমানের প্রার্থিতা ঘিরে বগুড়া সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর দলটির ঐতিহ্যবাহী ও অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন পুনরুদ্ধারে সংগঠিতভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নির্বাচনি ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনটি ছিল বিএনপির একক নিয়ন্ত্রণে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হলেও তিনি শপথ গ্রহণ করেননি। এরপর উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত আরেক উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে বিজয়ী হন।
বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৪৯ হাজার।
বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই আসনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও হিসাব-নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক