অনলাইন ডেস্ক
পৌষের মাঝামাঝিতে দেশজুড়ে শীতের দাপট আরও বেড়েছে। কুয়াশা ও মেঘে ঢেকে থাকায় সূর্যের দেখা মিলছে না, ফলে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সপ্তাহের মাঝামাঝিতে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
রবিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা কমেনি। এই অবস্থা রবিবার ও সোমবার চলতে পারে। তিনি জানান, মঙ্গলবার রাতে তাপমাত্রা কিছুটা কমে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার ও সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।