পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল।
আজ এক শোকবার্তায় মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল বলেন, দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশে এবং জনগণের অধিকার আদায়ে তাঁর নিরন্তর সংগ্রামের কারণে তিনি এ দেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। দেশের আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁর দিকনির্দেশনা অবিস্মরণীয় হয়ে রয়েছে। দেশ ও জাতির অগ্রযাত্রায় তাঁর সমৃদ্ধ অবদান এ দেশের জনগণ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ তাঁর রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।