অনলাইন ডেস্ক
ছবিসূত্র : রয়টার্স
২০২৫ সালের শেষ দিন বুধবার ( ৩১ ডিসেম্বর) রাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে এক আত্মঘাতী বোমা হামলায় একজন সিরিয়ান পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা অনুসারে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বাব আল-ফারাজ প্রত্নতাত্ত্বিক স্থানের কাছের এলাকায় বোমা হামলাকারীকে আটক করার চেষ্টা করছিল। তখন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব এক বিবৃতিতে বলেছেন, ‘ঘটনার সময় শহরে নববর্ষ উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল দিচ্ছিল। তখন পুলিশ বোমা হামলাকারীকে দেখতে পায় এবং তার পিছনে ধাওয়া করে।’
তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা তাকে আটকাতে সক্ষম হন এবং তখনই লোকটি বিস্ফোরণ ঘটায়।’
তিনি আরো জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
’ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুর আল-দিন আল-বাবা সিরিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘আক্রমণকারী একটি খ্রিস্টান পাড়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে বেশ কয়েকটি গির্জা রয়েছে।’
নববর্ষের সমাবেশে হামলার আশঙ্কায় বুধবার সিরিয়ার শহরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহেও হোমস শহরের একটি আলাউইত মসজিদে পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ১৮ জন আহত হন।
সূত্র : এপি