1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
থার্টি ফার্স্ট নাইটে তীব্র শব্দ, জরুরি সেবা নম্বরে ৩৮১ অ/ভিযোগ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

থার্টি ফার্স্ট নাইটে তীব্র শব্দ, জরুরি সেবা নম্বরে ৩৮১ অ/ভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

থার্টি ফার্স্ট নাইটে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ শব্দদূষণ সংক্রান্ত ৩৮১টি অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এর মধ্যে ৯৬টি অভিযোগ রাজধানী ঢাকা এলাকার। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত এসব অভিযোগ পাওয়া যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার জানান, প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই ৯৬টি ফোন এসেছে।

বাকি ২৮৫টি অভিযোগ এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে।
তিনি বলেন, প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা বাজার সাথে সাথেই রাজধানীজুড়ে বিকট শব্দে আতশবাজি ও পটকা ফাটানো শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত স্থায়ী ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কড়া নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ফানুস ওড়ানো হয়।
এর ফলে মিরপুর ৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চশব্দে হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি থেকেও বিরত থাকতে বলা হয়েছিল।
কিন্তু বাস্তবে দেখা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরেও অধিকাংশ এলাকায় এই নির্দেশনা মানা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট