জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কোমলমতি ষিক্ষার্থীদের মাঝে নতুন তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বিদ্যালয়ে পৌছলে ফুল দিয়ে বরন করেন ৫ম শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ।
বই বিতরন অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) ঝর্না চাকমা, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো.আসগর হোসাইন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো.আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান