মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট।
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে । ” প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্হা ও সমাজসেবায় ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রসাশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজসেবা
রবিউল ইসলাম , দেব দুলাল পাহান ইউনিয়ন সমাজ কর্মী দেব দলাল ও আমিনুল । সভা শুরুর আগে এক র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে । অনুষ্টানে উপজেলার বিভিন্ন এতিম ও হাফেজ খানার শিক্ষক ছাত্র এবং উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন ।