1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাগড়াছড়িতে বিএনপি, জামায়াত সহ ৭টি মনোনয়নপত্র বৈধ ৭টি বাতিল। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :

খাগড়াছড়িতে বিএনপি, জামায়াত সহ ৭টি মনোনয়নপত্র বৈধ ৭টি বাতিল।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার ২৯৮ সংসদীয় আসনে এমপি প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ মোট ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকা এবং কাগজপত্রে গড়মিল ছিল। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি জানান।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টির মো. নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

বাতিল প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আনোয়ার হোসেন মিয়াজি, গণ অধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা বকুল, জিরুনা ত্রিপুরা এবং সমীরণ দেওয়ান। এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়ন স্থগিত রয়েছে।

২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত আনোয়ার সাদাত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট