জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
যশোরের শার্শা উপজেলায় শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। কুয়াশাচ্ছন্ন সকালের পর আজ দিনের বেলা তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, এমনকি কিছু স্থানে ঘন কুয়াশাও পড়তে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ বুধবার ভোর থেকেই শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে সকালবেলা সড়কগুলোতে যান চলাচল কিছুটা ব্যাহত হয় এবং খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ দেখা দেয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উপস্থিতিতে তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সহনীয় পর্যায়ে পৌঁছাবে। ফলে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে।
এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে সকালে ও রাতে উষ্ণ পোশাক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা বাড়লে শীতকালীন ফসলের জন্য তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।
আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।