জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁন্দপুর এলিভেন ইয়ুথ কর্তৃক আয়োজিত (সি,পি,এল সিজন-৬) ৬ষ্ঠ তম মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে অংশ গ্রহণ করেন চতলিয়া সোলজার ক্লাব বনাম পূর্ব চাঁন্দপুর ফাইটার্স ক্লাব।
উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন সমাজ সেবক একরামুল হক, মাষ্টার মমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, সমাজ সেবক সাফায়েত হোসেন সাফু,শেখ ফরিদ, মাওলানা মহিব উল্লাহ,আবু সায়েদ, মোহাম্মদ আবুল হোসেন, আবু ইসহাক,নেতা হাসেম, সবুজ,সাইফুল ইসলাম প্রমুখ।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন
পূর্ব চাঁন্দপুর এলিভেন ইয়ুথ সদস্য মাঈন উদ্দিন, ইয়াছিন আরাফাত, এহসান মাহমুদ হৃদয়, রাব্বি মুর্জা, কামরুজ্জামান নয়ন-সহ সিনিয়র ও জুনিয়র সদস্য বৃন্দ।
খেলায় চতলিয়া সোলজার ক্লাবকে হারিয়ে পূর্ব চাঁন্দপুর ফাইটার্স ক্লাব বিজয় অর্জন করেন।