জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন এর আওতায় মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’ সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় জোনের অত্যন্ত দূর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খান পিএসসি।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী। এতে মোট ১৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর ১৪০ জন এবং বাঙালি ১০ জন চিকিৎসা সেবা পান।
সেনাবাহিনী সূত্রে জানা যায়,মাটিরাঙ্গা উপজেলায় প্রতি সপ্তাহে বাজারের দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পায়।
মেডিকেল ক্যাম্প চলাকালে মাটিরাঙ্গা জোন কমান্ডার উপস্থিত থেকে রোগী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।