1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম সবার দোয়া ও ভালবাসায় অভিনয় করে এগিয়ে যেতে চাই : অভিনেতা ইমরান হাসো শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাফিজ বাউলার সুরে রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো ‘গোপন কুটির’ প্রকাশ পেল টুটুল -লাবন্য’র ‘সেই মানুষটা তুমি’ কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবু মিলছে না সিলিন্ডার শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, শীর্ষে কারা? পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন মার্কিন-ই/সরায়েলি সাইবার সফটওয়্যার বন্ধের নির্দেশ দিল বেইজিং গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ

শরীয়তপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শেষ হলো শরীয়তপুরে ১৪ দিন মেয়াদী উপজেলা, থানা, আনসার মৌলিক প্রশিক্ষণের (অষ্টম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠান।

আজ শনিবার ( ১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা আনসার ভিডিপি’র কার্যালয়ের হল রুমে জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২৫ আনসার ব্যাটালিয়ান পরিচালক শুভ্র চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে ইতিমধ্যেই গ্রামীণ নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। এই প্রশিক্ষণ শেষে তারা আরও দক্ষ হয়ে উঠেছেন। আমি আশা করি, এই সদস্যরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সমাজের সব ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করবেন। এ প্রশিক্ষণ সমাজে নিরাপত্তার বলয় জোরদার করবে এবং তরুণ প্রজন্মকে দেশসেবার প্রতি অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, আনসার সদস্যরা দেশের নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তাই প্রত্যেক সদস্যকে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে মর্যাদাশীল অবস্থানে দাঁড় করানোর লক্ষ্যে মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৪ দিনের এ কোর্সে অংশ নেন ১০০ জন তরুণ সদস্য। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে শারীরিক অনুশীলন, ড্রিল, অস্ত্র চালানো এবং কীভাবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রামীণ উন্নয়ন ও আর্থ-সামাজিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে পারে তা শেখানো হয়।

অনুষ্ঠানে সেরা তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং সবার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কৃতপ্রাপ্ত প্রশিক্ষণার্থী বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সে মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন মনে হচ্ছে-আমরা চাইলে গ্রাম অঞ্চলের অসামাজিক কার্যাকলাপ মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, কিংবা নারী নির্যাতন সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় বড় ভূমিকা রাখতে পারব।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম বলেন, “প্রশিক্ষণ শুধু শারীরিক সক্ষমতা ও দক্ষতা বাড়ায় না, বরং গ্রামীণ সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতিকে জোরদার করে। এ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা স্থানীয়ভাবে জনআস্থা বৃদ্ধি করেন, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সহায়ক।

আরও বলেন, প্রশিক্ষণের মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা গড়ে তুলতে হবে এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট