মো: জাকির হোসেন।
বিশেষ প্রতিনিধি।
শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী বা যেকোনো সভা, সমাবেশ প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার ১১ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে ।
চিঠিতে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন পূর্ব আচরণবিধিতে কঠোরভাবে প্রতি পালনের নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি সেমিনার সংবর্ধনা যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন।
এক্ষেত্রে venu হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হল রুম ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে।
ক্ষেত্রে রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যুহিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লংঘন।
এমন পরিস্থিতিতে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে বলা হলো বলে ও চিঠিতে উল্লেখ করা হলো।