জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়শা আক্তার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা আদালত চত্বরে আয়শার পরিবার, স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে নারী, শিশু, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে আয়শা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তব্য দেন আয়শার মা, বড় বোন, স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, আয়শা ছিল শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্রী। ঘটনার দিন নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে তিনদিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় আয়শার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই নির্মম ঘটনার বিচার না হলে সমাজে অন্যায়ের উৎসাহ বাড়বে বলে মন্তব্য করেন বক্তারা। তারা অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, মামলার প্রধান অভিযুক্ত রুবেল প্যাদাকে দ্রুত ফাঁসির দণ্ড দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়। একইসঙ্গে তারা দাবি করেন, আয়শার বাবা বাবুল প্যাদা নির্দোষ—তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তাই তাকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর এতদিন পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। এতে ভুক্তভোগী পরিবার চরম মানসিক যন্ত্রণায় দিন পার করছে। দ্রুত চার্জশিট প্রদান ও বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। তবে দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আয়োজকরা।