1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যা বললেন মালালা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যা বললেন মালালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালালা ইউসুফজাই। সংগৃহীত ছবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জেতা মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা দেশটির নারী ও শিশুদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন।

এক্সে দেওয়া ওই পোস্টে মালালা বলেছেন, এই আন্দোলনকে নারীদের ও কিশোরীদের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত রাষ্ট্রীয় বিধিনিষেধ থেকে আলাদা করে দেখা যায় না।

২০১৪ সালে শান্তিতে নোবেল পাওয়া মালালা লেখেন, ইরানের বিক্ষোভ নারীদের ও কিশোরীদের শিক্ষা ও জনজীবনের সব ক্ষেত্রে স্বাধীনতার ওপর আরোপিত দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার ফল। ইরানের কিশোরীরা যেমনটি বিশ্বের সব কিশোরী চায়—মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার দাবি করছে।

তিনি আরও বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারিত হতে হবে ইরানি জনগণের হাত ধরেই। সেখানে ইরানি নারী ও কিশোরীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। বাইরের কোনো শক্তি বা দমনমূলক শাসনের দ্বারা নয়।

তবে ইরানি কর্মকর্তাদের দাবি, দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে শান্তিপূর্ণ প্রতিবাদে তারা সমর্থন দেন। তবে সহিংস অস্থিরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশটির সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এসব সহিংসতা উসকে দিচ্ছে।

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এই তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে এসময় আটক বা আহত হয়েছেন কতজন তা জানাননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট