ইসলাম ও জীবন ডেস্ক
চোখ শীতলকারী জীবনসঙ্গী পাওয়ার দোয়া। ছবি: সংগৃহী
মানুষের জীবনে এমন একজন জীবনসঙ্গীর প্রয়োজন, যাকে দেখলে চোখ জুড়ায়, মনে শান্তি আসে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ে। রূপের চেয়েও বড় বিষয় হলো চরিত্র, দ্বীনের চেয়েও বড় বিষয় হলো তাকওয়া। এমন একজন সঙ্গী— যার উপস্থিতি দুনিয়াকে সহজ করে আর আখিরাতের পথে চলাকে দৃঢ় করে। সেই নিয়তেই মুমিনের হৃদয় থেকে উঠে আসে একান্ত দোয়া। এমনই একটি দোয়া আল্লাহ কুরআনে তুলে ধরেছেন—
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: ‘রব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ও জুররিয়্যাতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাকিনা ইমামা।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রীদের ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানান।’ (সুরা আল-ফুরকান: আয়াত ৭৪)
জীবনসঙ্গী কেবল সম্পর্কের নাম নয়; সে হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আমানত। চোখজুড়ানো সঙ্গী মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়—বরং এমন একজন মানুষ, যিনি তাকালে মন ভরে যায়, পাশে থাকলে ইমান শক্ত হয়। আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করেন এবং দান করেন এমন জীবনসঙ্গী, যিনি দুনিয়াতে প্রশান্তি ও আখিরাতে মুক্তির সহযাত্রী হন। আমিন।