বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ আলুহাটা দলীয় কার্যালয়ে বাগমারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোশাররফ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ আব্দুস সোবহান,গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু,গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান,শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোশাররফ হোসেন,আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলী,রফিকুল ইসলাম,অধ্যাপক রফিকুল ইসলাম,বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার,ছমিরউদ্দীন,মাস্টারশাহানুরইসলাম,আশরাফুল ইসলাম হেলাল,যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খুরশেদ আলম রনি ও সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক,ঝিকরা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান,নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু,দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেরাজ আলী ও সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিম উদ্দীন প্রামানিক,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তারুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল এবং জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তাহার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ,জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।