জিহাদুল ইসলাম জিহাদ ঢাকা।
যার ফলে এই এলাকায় তীব্র যানজট পরিলক্ষিত হচ্ছে। বাড্ডা থেকে রামপুরা হইয়ে মালিবাগ এইদিকে বাড্ডা থেকে নতুনবাজার হইয়ে কুড়িল বিশ্বরোড জ্যাম চলে গেছে।।
যারা এই রাস্তায় চলাচল করেন আপনারা হাতে সময় নিয়ে বের হোন অথবা বিকল্প রুট ব্যবহার করতে পারেন।।
বিকল্প রুট : যারা রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড/উত্তরার দিকে যাবেন তারা হাতিঝিল অথবা বাড্ডা লিংক রোড ব্যবহার করে গুলশান ১ হইয়ে গুলশান ২ দিয়ে যাইতে পারবেন।
আর যারা উত্তরা থেকে আসবেন তারা বাড্ডা রুটে না এসে মহাখালী রুট ব্যবহার করতে পারেন৷
পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।
তাদের দাবি মেইনরাস্তায় রুট পারমিট দিতে হবে।