1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মুখস্থ নয়, বাড়াতে হবে দক্ষতা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম সবার দোয়া ও ভালবাসায় অভিনয় করে এগিয়ে যেতে চাই : অভিনেতা ইমরান হাসো শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুখস্থ নয়, বাড়াতে হবে দক্ষতা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

শাহরিয়ার ইমন

বর্তমান বিশ্বে সফলতার জন্য শুধু জ্ঞান থাকা যথেষ্ট নয়। নিজের ভাবনা ও বক্তব্য স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে পারা আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে অধিকাংশ শিক্ষাব্যবস্থা এখনো মুখস্থভিত্তিক ও পরীক্ষাকেন্দ্রিক। শিক্ষার্থীরা বইয়ের তথ্য মুখস্থ করলেও বাস্তবজীবনে তা প্রয়োগে অক্ষম। একটি পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় অধিকাংশই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে না এবং ফ্রিহ্যান্ড রাইটিংয়েও দুর্বল। এ পরিস্থিতি শুধু ভাষার অক্ষমতা নয়, বরং আত্মপ্রকাশের জন্য বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বর্তমানে বিশ্বে যোগাযোগই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। যে ব্যক্তি নিজের ভাবনা ও বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, তারাই নেতৃত্ব, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সংযোগে এগিয়ে থাকতে পারে। উন্নত দেশগুলো যেমন সিঙ্গাপুর, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া এরই মধ্যে এ বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ব্যবহারিক ও কার্যক্রমভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়েছে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের (২০২১) রিপোর্টে বলা হয়, শিক্ষার্থীরা সপ্তাহে অন্তত দুবার ‘অরাল প্রেজেন্টেশন ও ফ্রি রাইটিং সেশন’-এ অংশগ্রহণ করে। ফলে তাদের আত্মবিশ্বাস, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মুখের ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যা ভবিষ্যতের জন্য অপরিহার্য।

বাংলাদেশের জন্যও এ মডেলটি নেওয়া সম্ভব। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত দৈনন্দিন বাংলা ও ইংরেজি ভাষায় স্পিকিং, ফ্রিহ্যান্ড রাইটিং, এক্সটেম্পর স্পিচ ও ক্লাস প্রেজেন্টেশনের অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বক্তা ও সৃজনশীল চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষকদের শুধু ব্যাকরণ শেখানোর বাইরে গিয়ে বাস্তব কথোপকথন, প্রেজেন্টেশন ও ক্রিটিক্যাল রাইটিং শেখাতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্পিকিং ও প্রেজেন্টেশনের অভ্যস্ততা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও একাডেমিক পারফরম্যান্স ৮২ শতাংশ বৃদ্ধি করে।

অতএব, এখনই এ দক্ষতাগুলো শেখা জরুরি। কারণ, এগুলো শুধু শিক্ষাজীবনে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী বক্তা ও সৃজনশীল লেখক প্রজন্ম গড়ে উঠলে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। প্রকৃত জ্ঞানের পাশাপাশি প্রয়োজন আত্মবিশ্বাস ও স্পষ্ট যোগাযোগের দক্ষতা। মুখস্থের যুগ শেষ। এখন দরকার প্রকৃত বোঝাপড়া ও আত্মবিশ্বাস। এ দক্ষতাগুলো অর্জন ছাড়া দেশের শিক্ষাব্যবস্থা উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণ হবে না। তাই, এ পরিবর্তনের জন্য এখনই উদ্যোগ নেওয়ার সময়। কারণ, আগামী দিনগুলো শুধু জ্ঞানের ওপর নির্ভর করে না, বরং আত্মবিশ্বাস ও দক্ষতার ওপরই সিংহভাগ নির্ভর করবে।

লেখক: শিক্ষা উদ্যোক্তা, ফাস্টেস্ট ফ্লুয়েন্সির উদ্ভাবক ও ইংরেজি দক্ষতা উন্নয়ন গবেষক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট