1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাপানের দৃষ্টিনন্দন টোকিও কামি মসজিদ - সংবাদ এইসময়
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

জাপানের দৃষ্টিনন্দন টোকিও কামি মসজিদ

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মুফতি মুহাম্মদ মর্তুজা

প্রযুক্তি, প্রকৃতি ও আধুনিকতায় এগিয়ে থাকা দেশ জাপানের রাজধানী টোকিওর ব্যস্ত নগরে শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা, টোকিও কামি মসজিদ। এটি শুধু জাপানের সবচেয়ে বড় মসজিদই নয়, বরং ইসলামী স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন।

আকাশচুম্বী মিনার ও নান্দনিক গম্বুজের জন্য বিখ্যাত টোকিও কামি মসজিদটি যেন তুরস্কের ঐতিহাসিক ব্লু মসজিদের জাপানি সংস্করণ। এর মার্বেল অলংকরণ, রঙিন কাচের জানালা ও সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি দর্শনার্থীদের মুগ্ধ করে।

মুসল্লিদের দেয় এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি। অটোমান শিল্পশৈলীর আদলে নান্দনিক ও আধুনিক এই মসজিদটি ডিজাইন করেন তুরস্কের বিখ্যাত স্থপতি মুহাররেম হিলমি সেনালপ।
এর আগে ১৯৩৮ সালে রাশিয়া থেকে আগত বাসকির ও তাতার মুসলমান অভিবাসীরা প্রথমে এই মসজিদ প্রতিষ্ঠা করেন। কয়েক দশক পর ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে তুরস্ক সরকারের সহায়তায় এটি পুনর্নির্মাণ করা হয়।

বর্তমান রূপে টোকিও কামি শুধু একটি মসজিদই নয়, বরং একটি তুর্কি সংস্কৃতি কেন্দ্র, যেখানে ইসলামী সভ্যতা, তুর্কি সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্য নিয়ে নানা আয়োজন হয়।

মসজিদের ভেতরেই রয়েছে একটি হালাল খাবারের মার্কেট ও আধুনিক ক্যাফে, যেখানে মুসলিম ও অমুসলিম উভয় দর্শনার্থী হালাল খাবার উপভোগ করতে পারেন। মসজিদের আশপাশের এলাকায়ও রয়েছে বেশ কয়েকটি হালাল রেস্তোরাঁ, যা মুসলিম পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ।

প্রতি শুক্রবার জুমার নামাজে আগত মুসল্লিদের আগমনে মুখর হয়ে ওঠে এই নান্দনিক মসজিদ।

যদিও সপ্তাহের অন্য দিনগুলোতে যে কেউ যেকোনো সময় মসজিদ পরিদর্শন করতে পারেন।
মসজিদটি শিবুয়ার ওয়ামা-চো এলাকায় অবস্থিত। সবচেয়ে কাছের রেলস্টেশন হলো ইয়োয়োগি উএহারা, যা ওদাকিউ লাইন-এর ওপর অবস্থিত এবং শিনজুকু স্টেশন থেকে খুব কাছে।

টোকিও কামি মসজিদ শুধু জাপানে ইসলামী ঐতিহ্যের সৌন্দর্য ও সহাবস্থানের প্রতীকই নয়, বরং এখানে ধর্ম, সংস্কৃতি ও স্থাপত্য একত্রে মিশে তৈরি করেছে এমন এক পরিবেশ, যা প্রতিটি দর্শনার্থীর মনে প্রশান্তির ছোঁয়া এনে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট