নিজস্ব প্রতিবেদক
জিবা আমিনা আল গাজী
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে অংশ নেব না। আমি বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছি, তার বিরুদ্ধে যেতে পারব না। তবে ঝালকাঠি-২ আসনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটি পুনর্বিবেচনার অনুরোধ করছি।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিবা আমিনা আল গাজী বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনীতির আদর্শ আমি লালন করি। আমাদের নেতা তারেক রহমান দেশের নতুন এক আকাঙ্ক্ষার প্রতীক। আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমার দলের সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নিব, যে সিদ্ধান্তই হোক।
আমার মতো মানুষ তো রাস্তা-রাস্তাঘাটে সবসময় ভীষণ সক্রিয়। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমার অনুরোধ হলো, এমন একজনকে যেন আবার আমাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়, যার কারণে আমাদের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে।
তিনি বলেন, আমাদের দেশে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু বিশাল। এখনকার ভোটারদের বড় একটি অংশই ৩৫ বছরের নিচে।
কয়েক বছর আগেও এ সংখ্যা এত বেশি ছিল না। তাদের বাবা-মায়েরা যেভাবে তাকিয়েছেন, সেই একইভাবে তাকাবে? আমার মনে হয় না। তবে একটা বিষয় অবশ্যই বলা দরকার, যারা বয়সে একটু বড় হলেও সবসময় মাঠে-ময়দানে ছিলেন, জনগণের পাশে থেকেছেন, মানুষ কিন্তু তাদের দেখেছে, চেনে। আমরাও মাঠে থেকে অনেক কঠিন পরিস্থিতি সামলেছি নিজেরা। আমরা ঝালকাঠিতে শিক্ষার মান, চিন্তাভাবনা অনেক উন্নত।
আমাদের মতো মানুষকে যদি এমন ব্যক্তি প্রতিনিধিত্ব করেন, সেটা মেনে নেওয়া সত্যিই কঠিন।
অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য বলেন, আমাদের তো নিজস্ব আদর্শ আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আমাদের নেত্রী খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস এবং আমাদের নেতা তারেক রহমান, যিনি গত ১৭ বছর ধরে নানা অত্যাচার-নির্যাতন সহ্য করছেন। এই মানুষগুলোই তো আমাদের প্রকৃত প্রেরণা। তাদের সিদ্ধান্তের বাইরে যাওয়া আমার পক্ষ সম্ভব না।