1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্টের শতবর্ষ উদযাপন - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্টের শতবর্ষ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

গৌরবের কোর্টে শত বছর’ এই লক্ষ্যে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট/২০২৫ এর পর্দা উঠলো।

বুধবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়ারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খেলা দেখতে বিভিন্ন শ্রেণীপেশার বিভিন্ন বয়সের টেনিস খেলা প্রেমী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে খেলা উপভোগ করেন।

টুর্ণামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের প্রতিটি খেলা দর্শকরা শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। সমাপনী খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।

আয়োজকরা জানান ১৯২৪ সালে নওগাঁ টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাব দলের সুনাম এখনোও অক্ষুন্ন বজায় রেখেছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়ারদের খুজে বের করে আনতে নওগাঁ টেনিস ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলা প্রেমী মানুষের মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এই টুর্ণামেন্ট দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে তুলে ধরবে বলে মনে করছেন আয়োজকরা। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট