অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
আরব আমিরাতের দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’। আগামী ১৫ নভেম্বর ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, উদ্বোধনের পর এটি হবে বিশ্বের সর্বোচ্চ হোটেল, যা নতুন এক বিশ্বরেকর্ড তৈরি করবে।
হোটেলটির নির্মাণকাজ পরিচালনা করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন।
৮২ তলা বিশাল টাওয়ারটি আরব আমিরাতেরই শেখ জায়েদ রোডে অবস্থিত জেভোরা হোটেলকে ছাড়িয়ে যাবে। আতিথেয়তার শহর দুবাইয়ের এই নতুন সংযোজন দেশটির পর্যটন বিনিয়োগকে আরও শক্তিশালীভাবে তুলে ধরছে।
‘সিয়েল দুবাই মেরিনা’য় মোট ১ হাজার ৪টি রুম ও সুইট রয়েছে। প্রতিটি তলা থেকেই দেখা যাবে দুবাইয়ের মনোমুগ্ধকর পাম জুমেইরা এবং মেরিনার দৃশ্য।
প্রতি রুমের ন্যূনতম ভাড়া প্রতি রাতে ১ হাজার ৩১০ দিরহাম (প্রায় ৪৫ হাজার টাকা)। আর প্রিমিয়াম স্যুইটগুলোর ভাড়া প্রায় ২ হাজার ৪০০ দিরহাম পর্যন্ত।
পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য সংস্থা এনওআরআর ভবনটির নকশা প্রণয়ন করেছে। ৮২ তলা এই কাচের টাওয়ারটি এমনভাবে তৈরি, যাতে চারদিক থেকেই প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে।
হোটেলের ছাদে রয়েছে রুফটপ অবজারভেশন ডেক, যেখানে বসে অতিথিরা ৩৬০ ডিগ্রিতে উপভোগ করতে পারবেন পুরো দুবাই শহরের দৃশ্য। এখান থেকে দেখা যাবে বিখ্যাত বুর্জ আল–আরব, আইন দুবাইসহ বিভিন্ন প্রতীকী স্থাপনা।
হোটেলটি নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে বলেও জানা গেছে। একটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ইনফিনিটি পুল, অন্যটি সর্বোচ্চ উচ্চতার ক্লাব। ৭৬ তলায় থাকা ট্যাটু স্কাই পুল বর্তমানে রেকর্ডধারী অ্যাড্রেস বিচ রিসোর্টের ২৯৪ মিটার পুলকে ছাড়িয়ে যাবে।
আর ৮১ তলায় অবস্থিত ট্যাটু স্কাই লাউঞ্জ হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ক্লাব।
হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ ট্যাটু দুবাই—পুরস্কারপ্রাপ্ত এশীয় খাবারের রেস্তোরাঁ। এটি টাওয়ারের তিনটি ওপরের তলা জুড়ে গড়ে তোলা হয়েছে। এছাড়া রয়েছে রাইজেন কফি অ্যান্ড আর্টিসানাল বেকারি, যেখানে সারাদিন পাওয়া যাবে খাবার ও কফি। ওয়েস্ট–১৩ রেস্তোরাঁয় মিলবে ভূমধ্যসাগরীয় খাবার, আর ইস্ট–১৪-তে অতিথিরা উপভোগ করতে পারবেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ভারতের স্বাদের বুফে খাবার। এখানে রামেন, সুশি, কারি স্টেশনও রয়েছে।
হোটেলটি ইতোমধ্যে অনলাইন বুকিং চালু করেছে এবং উদ্বোধনের আগেই দেশি–বিদেশি পর্যটকদের আগ্রহ শীর্ষে পৌঁছেছে।
সূত্র: গালফ নিউজ