আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষকের জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে ঘরে তুলেছেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে এই ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাথরঘাটা গ্রামের কৃষক মো. মোশাররফ খানের প্রায় ৪২ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবি মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, আমরা কৃষিপ্রধান দেশের মানুষ। ধান-চাল আমাদের প্রধান খাদ্য।
তাই আসুন সবাই বেশি বেশি আবাদ করি, নিজের কাজ নিজে করি। অফিসের সময়ের আগেও যদি আমরা নিজেদের কৃষিকাজে মনোযোগ দিই, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। কাজের মধ্যে কোনো লজ্জা নেই,নিজের শ্রমেই আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি। পাথরঘাটা গ্রামের কৃষক মো. মোশাররফ খান বলেন, বিএনপি ও কৃষক দলের এই মানবিক উদ্যোগ আমাদের মতো কৃষকদের অনুপ্রাণিত করেছে। এমন সহযোগিতা অব্যাহত থাকলে কৃষকরা আরও স্বস্তিতে ফসল ঘরে তুলতে পারবেন। এফএস।