অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, “আপনারা এমন এক সময়ে এসেছেন, যখন যুবসমাজের নেতৃত্বে সংঘটিত এক অভ্যুত্থানের পর বাংলাদেশ বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের প্রস্তুতি এ দেশকে আরও শক্তিশালী ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে।”
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এখনও দেশে অবস্থান করছে, যেখানে হাজারো শিশু জন্ম নিচ্ছে। কিন্তু তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তিনি বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান।”
কানাডার প্রতিনিধি, সিনেটর সালমা আতাউল্লাহজান, রোহিঙ্গা ইস্যুতে কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ড. ইউনূসের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সংসদ সদস্য সামির জুবেরি, মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর গ্লোবাল সিইও মাসুম মাহবুব, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও আহমাদ আত্তিয়া, গেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।