1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধানের শীষে পোকার আক্রমণ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ধানের শীষে পোকার আক্রমণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান (বাবুল) সম্পাদক সংবাদ এই সময়।

বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দেশের রাজনীতিকে তুলে দিয়েছে নির্বাচনী ট্রেনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন। প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি আসনে শরিক দলের কতজন বিএনপির মনোনয়ন বা সুদৃষ্টি পেতে পারে—এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মনোনীতদের ভালো-মন্দ, বঞ্চিতদের ত্যাগী-ভোগী চরিত্র সব কিছুই উঠে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত তথ্য, অপতথ্য ও গুজবের গজবে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। মূলধারার গণমাধ্যমগুলোও নেমে পড়েছে ভোটের হাওয়ায় দর্শক-শ্রোতাকে আন্দোলিত করতে। দেশের সব জায়গায় এখন একই আলোচনা। সরকার অনেক আগেই আসছে বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ১৩তম সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে। তবু, ভোট হবে কি হবে না—এই ধন্দে পুরো জাতি। এখনো আলাপটি পুরোপুরি উবে যায়নি। তবে, জুলাই সনদ, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর উত্তপ্ত বাহাস অনেকটা ম্লান হয়ে গেছে। পিআর পদ্ধতি নিয়ে এখন আর তেমন প্রেম দেখা যাচ্ছে না দাবিদারদের মধ্যে। শহরে-বন্দরে-গ্রামে-গঞ্জে চলছে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপুল উৎসাহে গণসংযোগ। মনোনয়ন বঞ্চিতদের দৌড়ঝাঁপ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী রাজনীতি। এসব দেখে থেমে নেই জামায়াত-এনসিপিসহ অন্যান্য দল। রাজনৈতিক কর্মসূচি থেকে ধর্মীয়-সামাজিক সব অনুষ্ঠানেই চলছে নির্বাচনী আলোচনা। শেষ পর্যন্ত ভোট হতেই হবে এ ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে জনমনে। এমনকি, সেনাবাহিনীও সংবাদ সম্মেলন করে জানিয়েছে, নির্বাচনের অপেক্ষায় পুরো জাতি।

গত ফেব্রুয়ারি থেকে প্রার্থী মনোনয়ন দিয়ে আসছে জামায়াত। এরই মধ্যে প্রায় সব আসনেই তাদের প্রার্থীরা সবুজ সংকেত নিয়ে গণসংযোগ করছেন। কয়েকটি আসনে মতবিরোধও তৈরি হয়েছে নিজেদের মধ্যে। এর আগে যা দেখা যায়নি জামায়াতের মতো রেজিমেন্টাল দলে। জাতীয় নাগরিক পার্টি… এনসিপি বা সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার আশায় যোগাযোগ রক্ষা করে চলছে তারা। পুরোদমে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত জামায়াত। কিন্তু, প্রকাশ্যে রাজনৈতিক কৌশল হিসেবে জুলাই সনদ ও গণভোট নিয়ে সরব তারা। প্রয়োজনে ঘোষিত সময়ে নির্বাচন হবে না বলেও আশঙ্কা ছড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত আগে প্রার্থী ঘোষণা করলেও দেশে নির্বাচনী আবহ তৈরি হলো না কেন? জনগণের মাঝে ও গণমাধ্যমে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি জামায়াতের মনোনীত প্রার্থীরা। কেননা, জাতীয় পর্যায়ে তাদের সর্বোচ্চ ২০ জন নেতার পরিচিতি আছে। সারা দেশ বিবেচনা করলে বিভিন্ন এলাকায় সব পর্যায়ের মানুষ হয়তো ৫০ জন নেতাকে চেনে। তাদের বিভিন্ন শ্রেণির কমিটির মাধ্যমে জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের কাছে প্রার্থীরা পরিচিত থাকতে পারে। কিন্তু, সাধারণ ভোটারের কাছে তারা অপরিচিত। যে কারণে আলোচনা কম। গত বছর পাঁচ আগস্টের পর সারা দেশে সংগঠন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। পুরো দেশবাসীর কাছে জামায়াত এখনো একটি রহস্যময় ও বিতর্কিত দল। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিলেও তাদের ধর্ম বিশ্বাস নিয়ে সন্দেহ রয়েছে অন্য ইসলামী দল ও আলেম-ওলামাদের। গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াত ছাড়া সহিহ আকিদার সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম পালন করি তারা মওদুদীর ইসলাম পালন করে।’ তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত। আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। মওদুদীর গোটা জীবন কেটেছে সেই সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার কাজে।’ এ ছাড়া স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ‘কিন্তু-যদি-হয়তো-তবে’ সহযোগে একাধিকবার ক্ষমা চেয়েও সুবিধা করতে পারেনি জামায়াত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে সমর্থন কিছুটা বাড়লেও ভোটের হিসাব নির্বাচন ছাড়া বলা মুশকিল। ফলে, একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই পারে রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ ঠিকানা রচনা করতে। ধর্মাশ্রয়ী দল থেকে উদার গণতান্ত্রিক পর্যায়ে উন্নীত হতে তাদের আরও অনেক পরীক্ষা দিতে হবে। যদিও এরই মধ্যে হিন্দু সম্মেলন, কল্যাণমূলক কর্মসূচি ও ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে আলোচনায় এসেছে তারা। তবে, অর্জনের চেয়ে প্রত্যাশার গর্জন অনেক বেশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট