অনলাইন ডেস্ক
ইইউ প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। ফাইল ছবি : রয়টার্স
রাশিয়ার ড্রোন হামলার কার্যকর মোকাবেলার জন্য প্রস্তুত নয় ইউরোপ এবং নিজেদের আরো সুরক্ষিত করতে ইউক্রেনের ‘যুদ্ধে পরীক্ষিত’ সক্ষমতাকে একীভূত করতেই হবে —ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস সোমবার এমন মন্তব্য করেছেন।
পোল্যান্ডের আকাশে ন্যাটোর জেট রুশ ড্রোন ভূপাতিত করার পর ২৭ দেশের এই ব্লক তড়িঘড়ি করে নিজেদের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণের চেষ্টা করছে।
ভিলনিয়াসে দেওয়া বক্তৃতায় কুবিলিউস বলেন, ‘পোল্যান্ড, সেই সঙ্গে বাল্টিক রাষ্ট্রগুলো ও রোমানিয়ার বিরুদ্ধে রুশ ড্রোন উসকানির পর কেন আমাদের দুই বছরেরও বেশি সময় লাগল এটা বুঝতে যে আমরা রুশ ড্রোন শনাক্ত করার জন্য এবং সাশ্রয়ী উপায়ে সেগুলো ধ্বংস করার জন্য প্রস্তুত নই? রুশরা শিখছে। আমরা কি শিখছি?’
পোল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে ন্যাটো পূর্ব ফ্ল্যাঙ্কে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে এবং আরো ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে।
ইইউও বলেছে তারা একটি অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। তবে এর খুঁটিনাটি এখনো অনিশ্চিত এবং যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে বহু বছর লাগবে।
কুবিলিউস জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো যখন পেছন থেকে ধাওয়া করছে, তখনই তাদের উচিত ইউক্রেন এবং প্রায় ৮ লাখ সদস্যের যুদ্ধ–অনুশীলিত সেনাবাহিনীকে বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থার মূল অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা।
তিনি বলেন, ‘যদি আমরা এটা না করি, তাহলে আমরা একটি ঐতিহাসিক ভুল করব, যা আমাদের দুর্বল করবে।
আর ইউক্রেনকেও দুর্বল করবে।’
ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের এই ত্বরান্বিত প্রচেষ্টা এমন সময় আসছে, যখন ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করছে, ইউক্রেন যুদ্ধ শেষ হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে কোনো ন্যাটো দেশকে আক্রমণের চেষ্টা করতে পারেন।
সূত্র : টিআরটি