1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন প্রজন্মের আলেমরা কীভাবে বদলাচ্ছেন দ্বীনি আলোচনার ধারা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্ত হচ্ছে ইরান, বিশ্ববাজারে কমলো তেলের দাম নারীর সাজে কেন এত বিধিনিষেধ? হিমির কণ্ঠে প্রতিবাদ শ্রীলঙ্কায় গৃ/হযুদ্ধে যৌ/ন স/হিংসতা চালানো হয়েছে: জাতিসংঘ পবিত্র শবে মেরাজ আজ মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল

নতুন প্রজন্মের আলেমরা কীভাবে বদলাচ্ছেন দ্বীনি আলোচনার ধারা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

প্রতীকী ছবি: এআই

ইসলামের জ্ঞানধারা চিরন্তন; তবে সমাজ, প্রযুক্তি ও মানববিজ্ঞান পরিবর্তনের সঙ্গে মানুষের প্রশ্ন ও চাহিদাও বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলেম সমাজে। নবীন প্রজন্মের তরুণ আলেমরা ক্লাসিক ইলমের ভিত্তিকে অটুট রেখে সমসাময়িক বাস্তবতার আলোকে ইসলামি আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি আনছেন, যা তরুণ সমাজের কাছে ইসলামের বাণীকে আরও বোধগম্য, গ্রহণযোগ্য ও সময়োপযোগী করে তুলছে।

তরুণ আলেমদের পরিচয় ও প্রেক্ষাপট
বর্তমান প্রজন্মের আলেমদের বড় অংশ মাদরাসার পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা আন্তর্জাতিক ইসলামি ইনস্টিটিউটে উচ্চশিক্ষা নিচ্ছেন। দ্বৈত শিক্ষার এই সমন্বয় তাদেরকে ইসলামের দলিলগত গভীরতা বুঝে সমকালীন বিজ্ঞান, সমাজতত্ত্ব, অর্থনীতি, প্রযুক্তি ও মনোবিজ্ঞানের আলোকে তা বিশ্লেষণ করতে সক্ষম করছে।

ইসলামি আলোচনায় উদীয়মান দিকসমূহ
১. প্রজ্ঞা ও আধুনিকতার সুসমন্বয়
তরুণ আলেমরা ক্লাসিক কোরআন-হাদিস, ফিকহ, উসুলে ফিকহ ও আকিদাহর দলিলসমৃদ্ধ জ্ঞানকে আধুনিক গবেষণা ও প্রযুক্তিগত উদাহরণের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ফিকহ, জেন্ডার নৈতিকতা, গ্লোবাল অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ—এসব বিষয়ে কোরআন-সুন্নাহ ও কিয়াস-ইজতিহাদের ভিত্তিতে সমসাময়িক ব্যাখ্যা দিচ্ছেন। জটিল মাসয়ালার ব্যাখ্যা আরও সহজ, প্রমাণভিত্তিক ও বাস্তবমুখী ভাষায় তুলে ধরা হচ্ছে।

২. যোগাযোগ ও প্রযুক্তির সংগঠিত ব্যবহার
নবীন আলেমরা বুঝতে পেরেছেন, দাওয়াহ পৌঁছাতে হলে মানুষের ব্যবহৃত মাধ্যমেই যেতে হবে। তাই তারা ইউটিউব, ফেসবুক, পডকাস্ট, শর্ট ভিডিও, ব্লগ—এসব প্ল্যাটফর্মে দলিল-ভিত্তিক দাওয়াহ তুলে ধরছেন। যাচাই-অযোগ্য তথ্য বা মতভেদমূলক বিতর্ক থেকে দূরে থেকে প্রয়োজনভিত্তিক, সমস্যা–সমাধানমুখী কন্টেন্ট তৈরি করছেন। ‘মিনিমাল ফতোয়া, ম্যাক্সিমাম হিকমাহ’—এই নীতিতে দাওয়াতের পরিবেশ তৈরি হচ্ছে।

৩. যুক্তিবাদ, সহনশীলতা ও রহমতের বার্তা
তরুণ আলেমরা ইসলামকে কঠোরতার মাধ্যমে নয়, বরং যুক্তি, দলিল ও করুণা দিয়ে তুলে ধরছেন। ভিন্নমতের প্রতি সহনশীলতা, ধৈর্য ও আদব, বিবাদ নয়—ঐক্য—এসব কোরআনের স্পষ্ট নির্দেশনার (সুরা ফুসসিলাত: ৩৪; সুরা আলে ইমরান: ১৫৯) আলোকে ব্যাখ্যা করছেন।

৪. গবেষণামুখী আলেমদের সক্রিয়তা
নতুন প্রজন্ম বিশেষভাবে মনোযোগ দিয়েছে গবেষণায়। ইসলামিক অর্থনীতি, মাকাসিদুশ শারিয়াহ, পরিবার কাঠামো, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ নৈতিকতা, টেকনোলজি ফিকহ—এসব বিষয়ে মাস্টার্স ও পিএইচডি গবেষণা করছেন। আন্তর্জাতিক সেমিনার, জার্নাল ও একাডেমিক প্ল্যাটফর্মে মুসলিম দৃষ্টিভঙ্গি প্রচার করছেন।

৫. বাস্তব জীবনের সমস্যাকে অগ্রাধিকার
আগের তুলনায় নবীন আলেমরা মানুষের জীবনমুখী সমস্যার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। যেমন দাম্পত্য সংকট, ডিপ্রেশন ও মানসিক স্বাস্থ্য, নেশা ও স্ক্রিন আসক্তি, হালাল ইনকাম, তরুণদের হতাশা, নৈতিক ব্যবসা। এসব বিষয়ে কোরআন-সুন্নাহ, সালাফ ও সমকালীন ইসলামি গবেষণার দলিল দেখিয়ে সমাধান দিচ্ছেন।

৬. নারী গবেষক ও আলেমদের অংশগ্রহণ বৃদ্ধি
মেয়েদের ইসলামি শিক্ষায় আগ্রহ বাড়ায় নারী আলেম ও গবেষকদের সংখ্যা বেড়েছে। নারীদের মাসয়ালা, পরিবার, পর্দা, ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য—এসব বিষয়ে তারা গভীর গবেষণা করে বাস্তবভিত্তিক দাওয়াহ দিচ্ছেন। এতে দাওয়াহ জগতে নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে।

৭. সংলাপ, ঐক্য ও দলিল-ভিত্তিক আলোচনার সংস্কৃতি
নবীন আলেমরা মাদরাসা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান—সব ধারা অতিক্রম করে দলিল-আধারিত আলোচনার পরিবেশ তৈরি করছেন। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে আলোচনা এগিয়ে নিচ্ছেন। ‘আমরা বনাম তারা’ ধারণা কমছে; উম্মাহর সমষ্টিগত কল্যাণই আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে।

৮. আধ্যাত্মিক পুনরুজ্জীবন ও সামাজিক দায়িত্ববোধ
তরুণ আলেমরা সমাজে দান-সদকা, জাকাত, সামাজিক দায়িত্ব, নৈতিকতা, তাওবা ইস্তেগফার—এসব বিষয়কে নতুন করে গুরুত্ব দিচ্ছেন। ইস্তেগফার ও তাওবার উপর জোর দেওয়া নবীজির (স.) মৌখিক নির্দেশনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ— ‘যে তাওবা করে, আল্লাহ তার জন্য মুক্তির দরজা খুলে দেন।’ (তিরমিজি)

চ্যালেঞ্জ ও সমালোচনা
তরুণ আলেমদের এই প্রবণতা যতই ইতিবাচক হোক, কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে-

১ অতিরিক্ত আধুনিক সমালোচনা: কিছু রক্ষণশীল মহল মনে করেন, তরুণ আলেমরা আধুনিকতার ব্যাখ্যায় অতিশয় আগ্রহী হয়ে পড়ছেন।

২. গভীরতার ঘাটতি: সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির কনটেন্ট কাঠামোতে অনেক সময় বিষয় গভীরতা হারায়।

৩. ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা: কিছু ক্ষেত্রে ব্যক্তিত্ব প্রাধান্য পেলে মূল বার্তা আড়াল হওয়ার শঙ্কা থাকে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামি নিয়ম-কানুন যা সবার জানা দরকার

সারকথা, আলেম সমাজে প্রজন্ম পরিবর্তন চিন্তা, দলিল, গবেষণা ও দাওয়াহ-পদ্ধতির নতুন অধ্যায়। তরুণ আলেমরা ইসলামি জ্ঞানের শাশ্বত ভিত্তিকে ধরে রেখে আধুনিক বাস্তবতার আলোকেও ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন। ইসলামের নবজাগরণ সম্পর্কে নবীজি (স.)-এর ভবিষ্যদ্বাণীও এ বিষয়ে আশার আলো দেখায়- ‘আল্লাহ প্রত্যেক শতকের শুরুতে এমন ব্যক্তিদের প্রেরণ করবেন, যারা এই দ্বীনকে নবজীবন দেবে।’ (মুসনাদে আহমদ, আবু দাউদ, আল-হাকিম)

তরুণ আলেমদের এই উদ্যোগ যদি ভারসাম্যপূর্ণ থাকে, তবে উম্মাহর চিন্তা, দাওয়াহ ও সামাজিক আচরণে একটি ইতিবাচক, দলিল-নির্ভর ও রহমতময় পরিবর্তন তৈরি হবে ঈমান, ইলম ও একতার আলোয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট