1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ব্যানফ ফেস্টিভালে’ এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

নিশাত মজুমদারের এভারেস্টজয়।

প্রতিবছরের মত এবারও আয়োজিত হতে যাচ্ছে পর্বতারোহণসহ দুঃসাহসিক রোমাঞ্চকর বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত সিনেমার উৎসব ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’।

আগামী শুক্রবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে এই আয়োজন হবে। একদিনের এই উৎসবে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, স্পেন ও ফ্রান্সের নির্মাতাদের সাতটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র দেখানো হবে বলে জানিয়েছেন ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভালের’ বাংলাদেশের সমন্বয়ক মুনতাসির মামুন। উৎসবে ওই সাতটি সিনেমার বাইরে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের ওপর নির্মিত তথ্যচিত্র ‘সামিট ইজ আ ওমেন’ দেখানো হবে।

মামুন বলেন, এভারেস্ট জয়ের এক দশক পেরিয়ে গেলেও নিশাতের যাত্রা আজও দক্ষিণ এশিয়ার লাখো নারী-পুরুষকে অনুপ্রাণিত করে। তার এভারেস্ট শিখর-স্পর্শ কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটা ছিল অন্যদের জন্য পথ আরও প্রশস্ত করে দেওয়ার আহ্বান।

‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’ এর যাত্রা শুরু ১৯৭৬ সালে। ৪৯ বছর ধরে এই উৎসব বসছে বিশ্বের ৪০টি দেশের ৮০০টি শহরে।

অ্যাডভাঞ্চার ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে এই উৎসবটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হয় পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান রোমাঞ্চকর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা। বাংলাদেশে এই উৎসব প্রথমবার শুরু হয় ২০১০ সালে। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট