1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাউবি—যেখানে শিক্ষার কোনো বয়স নেই - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বাউবি—যেখানে শিক্ষার কোনো বয়স নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

দূরশিক্ষণ পদ্ধতিতে বাউবিতে পড়াশোনা অনেকটাই সহজ। ছবি : সংগৃহীত

বিভিন্ন কারণেই শিক্ষার্থীদের বড় একটি অংশ পড়াশোনা থেকে ঝরে পড়েন। দীর্ঘ বিরতি পড়ে গেলে পরে এ ধরনের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকে না। তাঁদের জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বয়স বেশি হয়ে গেলেও দূরশিক্ষণ পদ্ধতিতে বাউবিতে পড়ার সুযোগ আছে, এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত।

বিস্তারিত জানাচ্ছেন আজাদ আলমগীর

ভর্তির সুযোগ রয়েছে যাঁদের

বাউবির প্রোগ্রাম বা কোর্সভেদে ভর্তির ন্যূনতম যোগ্যতা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি। ভর্তি ও পড়ার ক্ষেত্রে এখানে কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। কোর্স বা প্রোগ্রাম অনুযায়ী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে যেকোনো বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। তবে কিছু কিছু বিষয়ে বিষয়সংশ্লিষ্ট ডিগ্রি বা সনদ থাকতে হয়।

বাউবির পড়াশোনা বা ক্লাস হয় দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং পদ্ধতিতে। ভর্তির পর রেজিস্ট্রেশনের মেয়াদও থাকে দীর্ঘ সময়। ফলে ভর্তি হয়ে কেউ একাডেমিক কার্যক্রমে অংশ নিতে না পারলেও পরবর্তী সময়ে মেয়াদকালে ক্লাস ও পরীক্ষা দিয়ে কোর্স সম্পন্ন করতে পারবেন।

ভর্তি আবেদন অনলাইনে।

তবে কিছু কিছু বিষয়ে বা প্রোগ্রামের ক্ষেত্রে আবেদনের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় সশরীরে উপস্থিত হয়ে অংশ নিতে হয়। বাউবির এসএসসি ও এইচএসসি পর্যায়ের পরীক্ষা হয় স্বতন্ত্রভাবে। সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার সঙ্গেও বাউবির এসব পরীক্ষার সময়ও ভিন্ন হয়। তিন বছর মেয়াদি ডিগ্রি ও চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয় এইচএসসির ফলাফল প্রকাশিত হওয়ার কিছুদিন পরেই। এইচএসসি প্রোগ্রামে ভর্তি নেওয়া হয় এসএসসির ফলাফল প্রকাশিত হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে।

এমবিএ, ইএমবিএ, কমনওয়েলথ এমবিএ, এমএস বা এমএসএস বা স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হয় বাউবির শিক্ষা ক্যালেন্ডার অনুসারে। এসব কোর্স বা প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাউবির অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.bou.ac.bd)।

কিছু প্রোগ্রামে ভর্তি এখনই

বাউবির নির্ধারিত স্টাডি সেন্টার বা শিক্ষাকেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়া যাবে এসএসসি প্রোগ্রামে। ভর্তির যোগ্যতা—জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যাঁরা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁরা বাউবির নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ পাবেন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬। যাঁরা উত্তীর্ণ হননি, তাঁদের ক্ষেত্রে ভর্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে। প্রবাসী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

সার্টিফিকেট ইন পিসিকালচাল অ্যান্ড ফিশ প্রসেসিং এবং সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি বিষয়ে ভর্তির যোগ্যতা এসএসসি পাস; আবেদন ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এমডিআরএম প্রোগ্রামে ভর্তির যোগ্যতা স্নাতক বা সমমান; আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির যোগ্যতা স্নাতক বা সমমান; আবেদন ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এমএ ও এমএসএস প্রথম পর্ব পাসকৃতরা ফাইনাল পর্বে ভর্তি হতে পারবেন ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। মাস্টার অব ল’-তে ভর্তির যোগ্যতা এলএলবি বা সমমান পাস; আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৫।

বিষয়ভিত্তিক যত কোর্স

ওপেন স্কুল : বাউবির দূরশিক্ষণ কার্যক্রমে সবচেয়ে বেশি জনপ্রিয় দুই বছর মেয়াদি এসএসসি ও এইচএসসি, তিন বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএস), চার বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং দুই বছর মেয়াদি মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। এ ছাড়া মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিস বিষয়ে ভর্তি হওয়া যাবে।

স্কুল অব বিজনেস : দুই বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (পিএমবিএ), কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ, রেগুলার এমবিএ, চার বছর মেয়াদি বিবিএ, এক বছর ছয় মাস মেয়াদি পিজিপিএম, এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট। এ ছাড়াও আছে এমফিল ও পিএইচডি।

স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : তিন বছর মেয়াদি ব্যাচেলর অব অ্যাগ্রিকালচার এডুকেশন, এক বছর ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন ইউথ ডেভেলপমেন্ট, সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি, সার্টিফিকেট ইন পিসিকালচাল অ্যান্ড ফিশ প্রসেসিং, চার বছর মেয়াদি (অনার্স) ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও আছে এমএস ইন অ্যাগ্রিকালচার সায়েন্স, এমএস ইন এআরএল, এমফিল ও পিএইচডি।

স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি : দেড় বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তিন বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, এক বছর মেয়াদি পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আলট্রাসাউন্ড, চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন ডিগ্রি। এ ছাড়াও আছে দুই বছর মেয়াদি মাস্টার অব ডিস-অ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ), এমফিল ও পিএইচডি।

স্কুল অব সোস্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ :

তিন বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস ও সোস্যাল সায়েন্স, চার বছর মেয়াদি (অনার্স) ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স ও (অনার্স) এলএলবি, দুই বছর মেয়াদি ব্যাচেলর অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (বেল্ট), ছয় মাস মেয়াদি সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ও সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এক বছর মেয়াদি মাস্টার অব আর্টস (এমএ) এবং মাস্টার অব সোস্যাল সায়েন্স (এমএসএস—প্রিলি/ফাইনাল)।

স্কুল অব এডুকেশন : এক বছর মেয়াদি ব্যচেলর অব এডুকেশন ও ব্যচেলর অব মাদরাসা এডুকেশন, এক বছর মেয়াদি মাস্টার্স অব এডুকেশন। এ ছাড়াও রয়েছে মাস্টার্স অব ফিলোসফি, ডক্টর অব ফিলোসফি ও এনভায়রনমেন্টাল এডুকেশন।

একনজরে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ছয়টি ফ্যাকাল্টি বা স্কুলের মাধ্যমে মোট ৮৬টি প্রোগ্রাম বা কোর্স চালু রয়েছে। এর মধ্যে ফরমাল প্রোগ্রাম ৬৭টি এবং নন-ফরমাল প্রোগ্রাম ১৯টি। বাউবির মূল ক্যাম্পাসসহ (বোর্ড বাজার, গাজীপুর) সারা দেশে মোট ১১টি অঞ্চলের অধীনে ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এগুলোর মাধ্যমেই শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়। দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান চলমান এক হাজার ৫৪৭টি শিক্ষাকেন্দ্রে। পূর্ণকালীন স্থায়ী শিক্ষকসংখ্যা ১৪৭ জন। স্টাডি সেন্টারভিত্তিক শিক্ষক বা টিউটর রয়েছে ২২ হাজার ৯৬১ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট