1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সেনাবাহিনীর ছোঁয়ায় বদলে গেলো দুর্গম ভূয়াছড়ির পার্বত্য জীবন - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

সেনাবাহিনীর ছোঁয়ায় বদলে গেলো দুর্গম ভূয়াছড়ির পার্বত্য জীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী তিন পার্বত্য জেলার নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গহীন পাহাড়ি অঞ্চল ভূয়াছড়িতে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। বহু বছর ধরে অবহেলিত ও অনুন্নত এই এলাকার মানুষের মুখে এখন হাসির ঝলক। দুর্গম পার্বত্য অঞ্চলে মানুষের জীবনে নানা ক্ষেত্রে আলোর ছোঁয়া এনেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ভূয়াছড়ি এমন একটি এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ ছিল প্রায় অনুপস্থিত। পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে শিশুদের স্কুলে যাওয়া ছিল কঠিন সংগ্রাম। কিন্তু খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে এবং রিজিয়ন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় এ চিত্র পাল্টে গেছে। সেনাবাহিনীর “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় ভূয়াছড়ি, লালুচোরা, কালুচোরা, মিটিংচোরা, ত্রিপুরা পাড়া, কোজুইতলি পাড়া ও দক্ষিণ ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ৮৫০ পরিবারকে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের আওতায় আনা হয়েছে।

সেনাসদস্যরা স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, রাবার ও পেন্সিলসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন। নতুন ব্যাগ হাতে শিশুদের মুখে আনন্দের ঝিলিক। তারা এখন আরও উৎসাহ নিয়ে স্কুলে যায়। পাশাপাশি তরুণদের মাঝে ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে খেলাধুলায় আগ্রহ বাড়ানো হয়েছে। এতে তরুণরা যেমন মানসিক প্রশান্তি পাচ্ছে, তেমনি শারীরিকভাবে আরও সক্ষম হয়ে উঠছে। এছাড়া সম্প্রতি সেনাবাহিনীর উদ্যোগে ভূয়াছড়িতে ব্যাপক আকারে পরিচালিত হয় “বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম”।

পাহাড়ি এই এলাকায় কোনো হাসপাতাল না থাকায় সাধারণ রোগের চিকিৎসার জন্য মানুষকে আগে বহু দূরে যেতে হতো। এখন সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেই তারা পাচ্ছে চিকিৎসা ও ঔষধ। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ সবাই এই সেবায় উপকৃত হচ্ছেন। সেনা চিকিৎসকরা স্থানীয়দের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে জিওসি, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের ভূয়াছড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করে এই উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি দেখেন। পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে জিওসি মহোদয়ের আন্তরিক অনুপ্রেরণা ও দিকনির্দেশনা এসব কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।

সেনাবাহিনীর এই কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা শুধু দেশের সার্বিক নিরাপত্তা দেয় না, বরং জনগণের কল্যাণ ও সামাজিক রূপান্তরেও নিবেদিত। ভূয়াছড়ির মানুষ এখন বিশ্বাস করে রাষ্ট্র তাদের ভুলে যায়নি। তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, নিয়মিত চিকিৎসা পাচ্ছে। দুর্গম ভূয়াছড়ি আজ এক জীবন্ত উদাহরণ- যেখানে রাষ্ট্রের উপস্থিতি মানুষের জীবনে নতুন আলো এনেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট