সংবাদ এই সময়।
আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) ছিলেন সাহসী, ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও প্রভাবশালী একজন খলিফা। ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন দৃঢ়চেতা। আর ইসলাম গ্রহণের পর তার সেই দৃঢ়তা ন্যায়ের প্রতীক হয়ে ওঠে। মহান আল্লাহর ভয়, ভালোবাসা, নরম হৃদয় সবই মিলেমিশে তার ব্যক্তিত্বকে এক মহিমান্বিত রূপ দেয়। ইতিহাসে তাকে অমর করে তোলে। এক হাদিসে বর্ণিত হয়েছে, তার ভয়ে শয়তান পথ বদলিয়ে অন্যপথ দিয়ে যেত।
সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) রাসুলুল্লাহ (সা.)- এর কাছে আসার অনুমতি চাইলেন। তখন তার সঙ্গে কুরাইশের কতিপয় নারী কথা বলছিলেন এবং তারা বেশি পরিমাণ দাবি-দাওয়া করতে গিয়ে তার আওয়াজের চেয়ে তাদের আওয়াজ উঁচু হয়। ওমর ইবনে খাত্তাব প্রবেশের অনুমতি চাইলে তারা (নারীরা) উঠে দ্রুত পর্দার অন্তরালে চলে যায়। রাসুলুল্লাহ (সা.) তাকে প্রবেশের অনুমতি দেন। ওমর (রা.) ঘরে প্রবেশ করেন, রাসুলুল্লাহ (সা.) তখন হাসছিলেন। ওমর (রা.) বললেন, হে রাসুলাল্লাহ! আল্লাহ আপনাকে সদা হাস্যোজ্জ্বল রাখুন।
রাসুল (সা.) বললেন, নারীদের কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। তারা আমার কাছে ছিল অথচ তোমার আওয়াজ শুনা মাত্রই দ্রুত পর্দার অন্তরালে চলে গেল। ওমর (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আপনাকেই অধিক ভয় করা উচিত। তারপর ওমর (রা.) ওই নারীদের লক্ষ্য করে বলেন, হে নিজ ক্ষতিসাধনকারী নারীরা, তোমরা আমাকে ভয় করো, অথচ আল্লাহর রাসুলকে ভয় করো না? তারা উত্তরে বলেন, আপনি রাসুলুল্লাহ (সা.) থেকে অনেক রূঢ় ভাষী ও কঠিন হৃদয়ের।