অনলাইন ডেস্ক।
আধুনিকতার এমন সময়ে গুগলের নাম অজানা– এমন ব্যক্তি খুব বেশি নেই। এটি শুধু সার্চ ইঞ্জিন নয়; বরং জিমেইল, ম্যাপস, ইউটিউব, অ্যান্ড্রয়েড ও এআই প্রযুক্তির মতো পরিষেবার অপ্রতিরোধ্য নেটওয়ার্কে রূপ নিয়েছে। অনেকে এখন গুগলে যে কোনো ধরনের তথ্য অনুসন্ধানের প্রয়োজনে সহজেই চাহিদার সদুত্তর খোঁজেন।
কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে, গুগল নামটি কোথা থেকে এসেছে, তার পেছনে কি কোনো গল্প রয়েছে। আসলে গুগল নামটি মজার এক ভুল থেকে উৎপত্তি। প্রথমে গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তাদের প্রকল্পের নাম দিয়েছিলেন ব্যাকরাব। পরে তারা নতুন নামের জন্য আলোচনা করছিলেন। তখন জন্ম নেয় গুগল শব্দের ধারণা, যা ১-এর পর ১০০টি শূন্য বোঝায়। প্রথম ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের গণিতজ্ঞ অ্যাডওয়ার্ড কাসনারের ভাগনে ব্যবহার করেছিলেন। ডোমেইন নিবন্ধনের সময় ল্যারি পেজ ভুলক্রমে Googol লিখতে গিয়ে ভুলে Google লিখে ফেলেন। হঠাৎ হওয়া এই ভুলটি সবাইকে আকৃষ্ট করে। পরে ভুলটি থেকে গুগল নাম চূড়ান্ত রূপ পেয়ে যায়।
অনেকের আবার গুগলের পূর্ণরূপও অজানা। পূর্ণনাম হলো গ্লোবাল অর্গানাইজেশন অব ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অব আর্থ। সবাই একে সংক্ষেপে গুগল বলেই জেনে অভ্যস্ত।
টাইপোগ্রাফিক ভুলের মাধ্যমে এমন সৃষ্টি হলেও গুগলের নাম ও তার পূর্ণরূপ অনেকের কাছে অস্পষ্ট। আধুনিকতার এমন যুগে গুগল ছাড়া মানুষের জীবন প্রায় অচল। সার্চ ইঞ্জিনটি সব ধরনের খোঁজ সামনে আনে। সে অর্থে গুগল প্রতিদিনের জীবনকে অনেকাংশে বদলে দিয়েছে, সহজ করেছে জ্ঞানচর্চা।