সংবাদ এই সময়।
গতকাল রোববার সন্ধ্যায় -উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণিল আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে হয় উৎসব।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা , জনপ্রতিনিধি, এবং সামাজিক – সাংস্কৃতিক সংগঠনে – জনপ্রতিনিধি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানের শুরুতে শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি বক্তব্য প্রদান করেন।
প্রশাসনিক অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, নড়িয়া উপজেলা – নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, নড়িয়া সহ কারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এবং নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর-২ আসনের – বি এন পি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপ হোসেন বকাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি ইমরান হোসাইন, এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি মাহমুদুল হাসান। এ সময় বক্তরা বলেন, গত ১৫ বছরে নড়িয়ার উন্নয়নচিত্র, সমস্যা সম্ভাবনা গুলো তুলে ধরতে স্থানীয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিক নিরপেক্ষতার ভিত্তিতে সাংবাদিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।