মাহবুব হাসান ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বীরকাঠী এলাকার স্বপন মন্ডলের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে আল আমিন নাম রেখেছেন। এ বিষয়ে তিনি ঝালকাঠি জেলা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিটনামা সম্পন্ন করেছেন। এফিডেভিটে উল্লেখ করা হয়, ২৩ এপ্রিল ২০০৪ সালে জন্ম নেওয়া স্বপন মন্ডলের ছিল সিপন মন্ডল এবং ধর্ম ছিল সনাতন। তিনি স্বেচ্ছায় ও প্রাপ্তবয়স্ক অবস্থায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরবর্তীতে নিজের নতুন নাম হিসেবে আল আমিন গ্রহণ করেন।নোটারি পাবলিকের মাধ্যমে শপথনামা গ্রহণ শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে বলে এফিডেভিটে উল্লেখ রয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনাটি ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে। পরে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের হাত পাখার মনোনীত প্রার্থী ইব্রাহিম আল হাদীর কাছে কলেমা পাঠ করেন।